‘টেস্টি ট্রিট’ রাজধানীর মিরপুরে আরও একটি শোরুম চালু

কেক, পেস্ট্রি, কুকিজ, ডেজার্ট, ফাস্টফুড, মিষ্টান্নসহ বিভিন্ন বেকারি পণ্যের জনপ্রিয় চেইন শপ ‘টেস্টি ট্রিট’ রাজধানীর মিরপুরে আরও একটি শোরুম চালু করেছে।

সম্প্রতি মিরপুর-১ নম্বরের দারুসসালাম রোডে শোরুমটি উদ্বোধন করা হয়।বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, সিলেট, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ‘টেস্টি ট্রিট’ এর ১০৭টি শোরুম চালু রয়েছে।

শোরুম থেকে জন্মদিন ও বিভিন্ন উৎসবের কেক এবং ‘টেস্টি ট্রিট’ এর বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের নিজস্ব কাস্টমার কেয়ার নম্বর ০৯৬১৩-৪৫১৪৫১ এবং অনলাইন কেনাকাটার মাধ্যম ‘অথবা ডটকম’ থেকে অর্ডার করা যাবে।

টেস্টি ট্রিট-এর হেড অব বিজনেস ইব্রাহিম খলিল বলেন, ‘সুলভমূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত বেকারি সামগ্রী পৌঁছে দেয়াই ট্রেস্টি ট্রিটের প্রধান লক্ষ্য। টেস্টি ট্রিট ভোক্তাদের মানসম্মত খাবার পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য জনসাধারণের কাছ থেকে টেস্টি ট্রিট ব্যাপক সাড়া পাচ্ছে।’