জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক –

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

হোয়াইট হাউসের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ। তবে তিনি কী ধরনের অসুখে ভুগছিলেন তা স্পষ্ট নয়।

প্রেসিডেন্ট ট্রাম্প সর্বশেষ নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকেলে সেখানকার হাসপাতালে ছোট ভাইকে দেখতে গিয়েছিলেন। সেখানে ভাইয়ের অবস্থা সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘সে বেশ কঠিন সময় পার করছে।’ এরপর স্থানীয় সময় শনিবারই এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প তার ছোট ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ট্রাম্প বলেন, ‘সে কেবল আমার ভাই ছিল না, সে ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু।’ তিনি বলেন, ‘খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আমার প্রিয় ভাই রবার্ট নিরবে নিভৃতে মারা গেছেন। তার স্মৃতি চিরকাল আমার হৃদয়ে বাস করবে।’

ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিকও এই মৃত্যুর ঘটনায় শ্রদ্ধা জানান। তিনি টুইটারে লেখেন, ‘রবার্ট ট্রাম্প ছিলেন খুব দারুণ মানুষ – দৃঢ়, দয়াবান এবং বিশ্বস্ত। আমাদের পুরো পরিবার তাকে গভীরভাবে স্মরণ করবে।’

ফ্রেড এবং মেরি অ্যান ট্রাম্পের পাঁচ সন্তানের মধ্যে রবার্ট সবচেয়ে ছোট ছিলেন এবং তার ভাই ডোনাল্ডের দু’বছর পরে তার জন্ম হয়েছিল। রবার্ট ট্রাম্প মূলত ট্রাম্প প্রপার্টি এম্পায়ারের জন্য রিয়েল এস্টেট বিনিয়োগ পরিচালনা করতেন। তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় পরিবারের রিয়েল-এস্টেট ফার্মে ব্যয় করেছেন, সবশেষ তিনি শীর্ষ নির্বাহী হয়েছিলেন। শেষ সময়গুলোয় তিনি নিউইয়র্কে আধা অবসরে ছিলেন।

রবার্ট ট্রাম্প সম্প্রতি তার ভাগ্নি মেরি ট্রাম্পের লেখা ‘হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান’ (কীভাবে আমার পরিবার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মানুষের জন্ম দিয়েছেন) শীর্ষক বইয়ের প্রকাশনা বন্ধে আদালতের শরণাপন্ন হন। ওই বইটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। তবে রবার্ট ট্রাম্প বইটির প্রকাশনা বন্ধে ব্যর্থ হন।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit