নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। করোনাভাইরাস আতঙ্কে এই নির্বাচনে ভোট পড়ার হার খুব কমলেও শফিউল বড় ব্যবধানে হারিয়েছেন প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শেখ রবিউল আলমকে। শফিউল এই নির্বাচনে প্রায় ১৬ হাজার ভোট পেলেও বিএনপি প্রার্থী একহাজার ভোটও পাননি। আর বাকি চার প্রার্থীর কেউই শত ভোটের ল্যান্ডমার্কও ছুঁতে পারেননি।
শনিবার (২১ মার্চ) রাত ৮টার দিকে এই উপনির্বাচনের ১১৭টি কেন্দ্রের ভোটের ফল ঘোষণা করা হয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। ঘোষিত ফল অনুযায়ী এই নির্বাচনে ভোট পড়েছে ৫ দশমিক ২৮ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফল অনুযায়ী, নৌকা প্রতীকে শফিউল ইসলাম মহিউদ্দিন পেয়েছেন ১৫ হাজার ৯৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম পেয়েছেন মাত্র ৮১৭ ভোট। অর্থাৎ বিএনপি প্রার্থীর চেয়ে ১৫ হাজার ১৩৮ ভোট বেশি পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী।
নির্বাচনে বাকি প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান পেয়েছেন ৯৭ ভোট। প্রগতিশীল গণতান্ত্রিক দল থেকে কাজী মুহাম্মদ আবদুর রহিম বাঘ প্রতীকে পেয়েছেন ৬৩ ভোট, বাংলাদেশ মুসলিম লীগ থেকে নবাব খাজা আলী হাসান আসকারী হারিকেন প্রতীকে পেয়েছেন ১৫ ভোট এবং বাংলাদেশ কংগ্রেস থেকে মো. মিজানুর রহমান ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ ভোট। #