উন্নয়ন ডেস্ক –
ভিয়েতনামে নামে শ্রমিক পাঠানো বাংলাদেশি দালাল ও সেখানে থাকা বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। বুধবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে ফেরত পাঠানোর দাবিতে গত তিন দিন আগে ভিয়েতনামের ভু তাও থেকে ১ হাজার ৬৭৭ কিলোমিটার দূরের হ্যানয়ে এসে সেখানকার বাংলাদেশি দূতাবাসের সামনে অবস্থান নেয় ১৭ শ্রমিক। সংবাদমাধ্যমে এমন খবর আসার পর ভিয়েতনাম সরকার বিষয়টি তদন্ত করে দেখার উদ্যোগ নিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভিয়েতনামে থাকা বাংলাদেশি শ্রমিকদের নিয়ে কিছু গণমাধ্যম প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রমিকদের কার্যক্রম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রবাসে থাকা শ্রমিকদের প্রয়োজনীয় সহযোগিতা ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার আইনি বাধ্যবাধকতার মধ্যে বাংলাদেশ দূতাবাস সেখানে এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের সহযোগিতা করছে।
“বাংলাদেশি দালালদের বিষয়ে তদন্ত করতে এবং বিদেশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভিয়েতনামের হো চি মিন, নি ডুওং ও ভুং তাও শহরের পুলিশকে নির্দেশনা দিয়েছে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ১৭ বাংলাদেশির দায়িত্ব নেওয়ার কথা বলে স্থানীয় যে কোম্পানিগুলো কাজ দেওয়ার কথা বলে ভিসার ব্যবস্থা করেছিল তাদের সঙ্গে যোগাযোগ করছে ভিয়েতনাম পুলিশ। কোম্পানিগুলো যাতে শ্রমিকদের ভুং তাও শহরে ফিরিয়ে নেয় থাকার ব্যবস্থা করবে এবং বাণিজ্যিক ফ্লাইট চালু হলে তাদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে সে লক্ষ্যে কোম্পানিগুলোর সঙ্গে কাজ করছে ভিয়েতনাম পুলিশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৫ মার্চ থেকে ভিয়েতনাম সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রেখেছে। কিন্তু, হ্যানয়ের দূতাবাসের সামনে অবস্থান নিয়ে ওই ১৭ জন বাংলাদেশি তাৎক্ষণিক দেশে ফেরার দাবি জানিয়েছে তাদের মধ্যে বেশির ভাগই ভ্রমণকারী হিসেবে ভিয়েতনামে গিয়েছেন, কাজের বৈধ ভিসা নিয়ে নয়।