তাজি ঘাঁটিতে ফের রকেট হামলা

বিদেশ ডেস্ক:
ইরাকের বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন তাজি ঘাঁটিতে ফের রকেট হামলা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে এই হামলা হয়।

ইরাকের নিরাপত্তা বাহিনীর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরা। তবে হামলায় হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

তাজি ঘাঁটিতে থাকা ইরাকের সেনাবাহিনীর কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, তিনি কমপক্ষে ১০টি রকেট আঘাত করার শব্দ শুনেছে। তবে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

গত সপ্তাহেতেও তাজি ঘাঁটিতে রকেট হামলা হয়েছিল। ওই হামলায় একজন মার্কিন সৈন্য, একজন মার্কিন কন্ট্রাক্টর ও একজন ব্রিটিশ সৈন্য মারা যায়। এছাড়া আহত আহত হয় কমপক্ষে ১৪ জন।

বুধবারের ওই হামলার জন্য ইরান সমর্থিত খাতিব হিজবুল্লাহকে দায়ী করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আর হামলার প্রতিশোধ নিতে শুক্রবার রাতে প্লেন হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। ওই হামলায় ইরাকের নিরাপত্তা কর্মীসহ ছয়জন মারা যায়। #