উন্নয়ন ডেস্ক –
জাতীয় দল যখন চট্টগ্রামে অনুশীলনে ব্যস্ত, সাকিব আল হাসান তখন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। বাঁহাতি এ অলরাউন্ডার ক্যাম্পে যোগ দেওয়ার আগেই মুমিনুলদের প্রথম তিন দিনের অনুশীলন শেষ হবে। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে নামার আগে শেষের তিন দিন অনুশীলন পাবেন সব্যসাচী এ ক্রিকেটার।
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, ১২ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে যোগ দেবেন সাকিব। সে ক্ষেত্রে কালই দেশে ফিরছেন তিনি। টিম ম্যানেজমেন্ট মনে করে, টেস্ট খেলার জন্য সাকিবের তিন দিনের অনুশীলনই যথেষ্ট।
যদিও ৩৫ বছর বয়সী এ ক্রিকেটার লম্বা সময় লাল বলের খেলায় ছিলেন না। শেষ টেস্ট খেলেছেন গত বছর ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে ছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট স্কোয়াডে রাখা হলেও পারিবারিক কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি তার। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ম্যাচ খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। সুপার লিগে যে চারটি ম্যাচ খেলেছেন, তাতে আহামরি কোনো পারফরম্যান্স ছিল না। সেদিক থেকে টেস্টে চট্টগ্রাম টেস্টে লঙ্কানদের বিপক্ষে সেরা ছন্দের সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা থেকেই যায়।