দক্ষিণ আফ্রিকায় অপহরণের ৪ দিন পর বাংলাদেশি উদ্ধার

উন্নয়ন ডেস্ক –

দক্ষিণ আফ্রিকায় অপহরণের ৪ দিন পর বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল মান্নানকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুরে তাকে উদ্ধার করা হয়। আব্দুল মান্নানের বাড়ি কুমিল্লায়।

এ ঘটনায় এক পাকিস্তানিসহ পাঁচ জিম্বাবুইয়ানকে আটক করেছে দেশটির পুলিশ। তবে আটকদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এর আগে, গত শনিবার দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার হারকিউলেক্স এলাকা থেকে এক দল অপহরণকারী তাকে দোকান থেকে তুলে নিয়ে যায়।
ঘটনার একদিন পর দুবাই থেকে বাংলাদেশে তার স্বজনদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে কমিউনিটি সূত্রে জানা যায়।