দিনাজপুরের বাঁধাকপি (এটম কুইন) যাচ্ছে বিদেশে

উন্নয়ন বার্তা ডেস্ক:
স্বল্প সময়ে ,কীটনাশকমুক্ত আবাদকৃত বাঁধাকপির মাঠ পরিদর্শন করলেন ময়মনসিংহ বিভাগের কৃষি কর্মকতারা। আজ সকালে দিনাজপুরের বীরগঞ্জের মোঃ আল ইমরান এর আবাদকৃত বাঁধাকপি (এটম কুইন) ফলন দেখে খুশী কৃষি কর্মকতারা। এই বাধাকপি রপ্তানী হচ্ছে বিদেশে।

উদ্যোক্তা মোঃ আল ইমরান এর ১৫০ বিঘা জমিতে সারি সারি বাঁধাকপির গাছ। প্রতিটির ওজন ৩ কেজীর বেশী। অল্প খরচে অধিক লাভ হওয়ায় বিদেশে রপ্তানি যোগ্য বাঁধাকপি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

মাঠ পরিদর্শনকালে ময়মনসিংহ বিভাগের ফসলের নিবিরতা বৃদ্বি ও উদ্ভুদ্ধকরন প্রকল্পের উপপরিচালক হটিকালচার সেন্টার ড,শহীদুল ও কৃষিবিদ জিয়াউর রহমান জানান , চারা রোপণের পর থেকে কপি সংগ্রহ করা পর্যন্ত নিবিড় পরিচর্যার মাধ্যমে রফতানি উপযোগী করতে প্রয়োজনীয় সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। জৈবভাবে চাষ হওয়া বাঁধাকপির চাহিদা দেশ ছেড়ে এখন বিদেশী যাচ্ছে। কৃষিকর্মকতারা মনে করেন কীটনাশক মুক্ত বাঁধাকপি রপ্তানি পণ্যের তালিকায় যুক্ত হওয়ায় বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনাময় খাতও তৈরি হয়েছে। অল্প খরচে অধিক লাভ হওয়ায় বিদেশে রপ্তানি যোগ্য বাঁধাকপি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।