দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের

উন্নয়ন ডেস্ক –

নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিটন মিয়া (৫০) নামে চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত লিটন যশোর জেলার কতোয়ালী উপজেলার চুরমনকাটি গ্রামের বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মিনি ট্রাকের (ঢাকা মেট্রো-ড ১১-৫৪২৬) সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা নাটোরগামী প্যাকেটজাত পন্য বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২৪-৫৬২৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি দুমড়ে মুচড়ে যায়। এসময় মিনি ট্রাকের চালক লিটন মিয়া ঘটনাস্থলেই মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।