দু’মাস পর বাড়ি ফিরলেন অঙ্কুশ

উন্নয়ন ডেস্ক –

লন্ডনে এসকে মুভিজের প্রযোজনায় তিনটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানান, টানা তিনটি সিনেমার কাজ শেষ করেছেন। নতুন চরিত্রের জন্য প্রস্তুত করেছেন নিজেকে।

‘ওগো বিদেশিনী’, ‘স্যান্টা’ এবং ‘চন্দ্রবিন্দু’ এই তিনটি সিনেমার কাজ শেষ করেছেন অঙ্কুশ। তার সঙ্গে জুটি বেঁধেছেন ঐন্দ্রিলা। সেই সঙ্গে তিনি জানান, বিদেশে গিয়ে ৩০-৪৫ কাজ আগেও করেছেন তবে এতটা সময়ের জন্য থাকা হয়নি কখনো।

ইতোমধ্যে লন্ডনে আটটি সিনেমার শুট হয়েছে। তবে শুটিংয়ের মাঝেও ঐন্দ্রিলা এবং অঙ্কুশ ঘুরে বেড়িয়েছেন। আবার সেই মুহূর্তগুলো নিজেদের সোশ্যাল মিডিয়াতে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন।

দীর্ঘদিন পর বাড়ি ফিরেই মায়ের হাতের চিকেন কষা আর ফ্রুট কাস্টার্ড খাওয়ার আবদার করেন অভিনেতা।

এর আগে মুক্তি পায় অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির প্রথম সিনেমা ‘ম্যাজিক’। তাদের অফস্ক্রিনের রসায়নের ঝলক অনস্ক্রিনেও দেখা গেছে। অঙ্কুশের মা-বাবার ভূমিকায় অভিনয় করছেন দেবশংকর হালদার এবং বিদীপ্তা চক্রবর্তী। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছেন পায়েল সরকার।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস