উন্নয় বার্তা ডেস্ক: িদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৫০-এ। এসময় নতুন করে আরো আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৭৪ হাজার ৫৯২-তে।
আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর ) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেশের ১০৯টি পরীক্ষাগারের তথ্য তুলে ধরে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৫৭২টি নমুনা সংগৃহীত হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬০৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হল ২০ লাখ ৩৯ হাজার ৪১৩টি নমুনা।
একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরো ১ হাজার ৬৮৫ জন রোগী। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন হয়েছে।
গেল ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৪৩ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৯৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ৭ জন। এ পর্যন্ত মৃত ৫ হাজার ৪৬০ জনের মধ্যে পুরুষ ৪ হাজার ২১৩ জন; যা শতাংশের হিসাবে ৭৭ দশমিক ১৬ শতাংশ এবং নারী রয়েছেন ১ হাজার ২৪৭ জন; যা শতাংশের হিসাবে ২২ দশমিক ৮৪ শতাংশ।
মৃতদের বয়স বিভাজনে বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে মারা গেছেন একজন, ৪১ থেকে ৫০ বছরের ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের ৫ জন এবং ষাটোর্ধ্ব বয়সের মারা গেছেন ১১ জন।
গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মারা গেছেন যথারীতি ঢাকাতেই, ১১ জন। এছাড়াও চট্টগ্রামে ৪ জন, রাজধানী ও রংপুরে ২ জন করে এবং ময়মনসিংহের একজন মারা গেছেন। এদের মধ্যে ১৯ জনই মারা গেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, আর একজন মরা গেছেন বাড়িতে।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। মৃত্যুপুরীতে পরিণত হয় বিশ্বের অধিকাংশ এলাকা। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যুর খবর জানানো হয় ১৮ মার্চ।