দেশে সব ধরনের খেলাধুলা স্থগিত

ক্রীড়া প্রতিবেদক:
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত দেশের সব ধরনের খেলাধুলা, ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) গণমাধ্যমকে একথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এর আগে করোনার মহামারির কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত করা হয়। সোমবার (১৫ মার্চ) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।

করোনার আতঙ্কের মধ্যেও চলছিল ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ম্যাচ। তবে আজ থেকে সব ধরনের খেলাধুলাই বন্ধের নির্দেশ আসলো। #