উন্নয়ন ডেস্ক –
সদ্যপ্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সবার প্রিয় মানুষ ছিলেন বলে জানিয়েছেন বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শনিবার (৩০ এপ্রিল) রাজধানীর গুলশানে আজাদ মসজিদে মুহিতের জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, মুহিত ভাই আজ আমাদের মাঝে নেই। একজন ভালো মানুষকে আমরা হারালাম। তিনি সারাজীবন মানুষের জন্য কাজ করেছেন। মুহিত ভাই গরিবের মতো কোটিপতিদেরও বন্ধু ছিলেন। সবাই তার কাছে সহযোগিতা পেয়েছেন।
আবদুল মুহিতের মৃত্যু হলেও তিনি তার কাজের মাধ্যমে সবার মাঝে রয়ে যাবেন জানিয়ে মুস্তফা বলেন, আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাওয়ালা যেন তাকে বেহেস্তবাসী করেন।
বার্ধক্যজনিত কারণে বহুমাত্রিক এই মানুষটি কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মুহিত ১৯৩৪ সালে সিলেটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তৎকালীন সিলেট জেলা মুসলিম লীগের নেতা আবু আহমদ আবদুল হাফিজের দ্বিতীয় ছেলে মুহিত। তার মা সৈয়দ শাহার বানু চৌধুরীও রাজনীতিতে সক্রিয় ছিলেন। মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট ঘোষণা করা এই সাবেক অর্থমন্ত্রী দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ ছিলেন। বাংলাদেশের উন্মেষ ও রূপান্তরের পুরোধা ব্যক্তিত্ব মুহিত সরকারি কর্মকর্তার সর্বোচ্চ পদ সচিব, মন্ত্রী, অর্থনীতিবিদ, কূটনীতিক, লেখক, গবেষক, পরিবেশবিদ ইত্যাদি নানা পরিচয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়নে রেখেছেন গৌরবোজ্জ্বল ভূমিকা।