দিনাজপুর প্রতিনিধি: সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহের জন্য লটারি করা হয়েছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে খাদ্য বিভাগের উদ্যোগে এ লটারি করা হয়।
প্রথম পর্যায়ে ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে ৯ হাজার কৃষকের মধ্যে থেকে ৩ হাজার ৬৭ জন কৃষককে বাছাই করা হয়। বাছাইকৃত কৃষকদের প্রত্যেকের কাছ থেকে ১ মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হবে।
লটারির সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন সরকার ও তালিকাভূক্ত কৃষকগণ।
পার্বতীপুর উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, পৌরসভাসহ ১০ ইউনিয়নের তালিকাভূক্ত ৩ হাজার ৬৭ জন কৃষকের কাছ থেকে ১ মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হবে।
পার্বতীপুর উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছর পার্বতীপুর উপজেলায় ২৮ হাজার ৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। এবার উপজেলায় ধান উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৮২ হাজার ৪৪৫ মেট্রিক টন এবং চাল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৫ হাজার ১৬৮ মেট্রিক টন।