নরসিংদীতে ৩৫০০ পিস ইয়াবাসহ বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে ইয়াবাসহ শাফিরুল ইসলাম (৩৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সদর উপজেলার কালাই গোবিন্দপুর এলাকায় শাফিরুলের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।শাফিরুল ইসলাম সদর উপজেলার কালাই গোবিন্দপুর এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে।

বুধবার (৭ অক্টোবর) সকালে জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ তার দল নিয়ে সদর উপজেলার কালাই গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে। পরে এলাকার চিহ্নিত মাদকবিক্রেতা শাফিরুলকে নিজ বাড়ির উঠান থেকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে তিন হাজার পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ হওয়া মাদকদ্রব্যের মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।