উন্নয়ন ডেস্ক –
জেলায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল ৭-১৫ মিনিটে কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে। আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ সভা প্রধানের দায়িত্ব পালন করেন।
সভায় আরো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, একই স্থানে সকাল ৮-১৫ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে, বিকল্প ব্যবস্থা হিসেবে ৭-৪৫ মিনিটে কেন্দ্রীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জেলায় মোট ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। মসজিদগুলোতে ঈদ নামাজ আয়োজন করা হবে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সুষ্ঠু, সুন্দর ও যথাযথ মর্যাদায় ঈদ উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন সভার সভাপতি জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এনএসআই এর উপ পরিচালক নুরুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, মুফতি আরিফুল ইসলাম প্রমুখ।
সূত্র : বাসস