নাম ‘পদ্মাসেতু’, উদ্বোধন ২৫ জুন

উন্নয়ন ডেস্ক –

২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ২৫ জুন সকাল ১০টায় পদ্মা সেতু উদ্বোধন কর‌বেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। পদ্মা নদীর না‌মেই থাক‌ছে সেতুর নাম।

সোমবার ‌বেলা সা‌ড়ে ১১টার দি‌কে পদ্মাসেতুর উদ্বোধ‌নের তা‌রিখ ও নামকরণের সারসংক্ষেপ নিয়ে গণভবনে যান ওবায়দুল কাদের। বেলা একটার দি‌কে বে‌রিয়ে গণভব‌নের সাম‌নে সাংবা‌দিক‌দের এসব তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের সময় দি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী । শেখ হা‌সিনার না‌মে পদ্মা সেতুর নামকর‌ণের প্রস্তাব করে‌ছিল সেতু বিভাগ। সেই সারসং‌ক্ষে‌পে সই ক‌রেন‌নি প্রধানমন্ত্রী।

এ সময় ওবায়দুল কা‌দে‌রের স‌ঙ্গে ছি‌লেন সেতু স‌চিব মনজুর হো‌সেন।