জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

নিত্যপণ্যের সিন্ডিকেট বন্ধে কঠোর শাস্তি দিতে চান শিল্প প্রতিমন্ত্রী

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ানোর কারণে জনগণের ভোগান্তি বেড়েছে। যাঁরা নিত্যপণ্য নিয়ে সিন্ডিকেট করেন, তাঁদের দু-চারজনকে ধরে মৃত্যুদণ্ড দেওয়া হলে সব বন্ধ হয়ে যাবে।

শুক্রবার রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে যুবলীগের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত বাজারে কৃত্রিম খাদ্যের সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে। বিএনপিকে জনবিচ্ছিন্ন বলেও উল্লেখ করেন তিনি। যুবলীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit