নির্বাচন কমিশনে জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার বিকালে জরুরি বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন।
সদ্য সমাপ্ত হওয়া দুই সিটি নির্বাচন নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বিশেষ করে সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম, ইভিএম পদ্ধতিতে কয়েকটি ওয়ার্ডে ফল পরিবর্তনসহ বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে বৈঠকে আলোচনা হবে।
এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররাও (ইসি) উপস্থিত থাকবেন বলে জানা গেছে। #