উন্নয়ন ডেস্ক –
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সাধারন নির্বাচন পিছিয়েছে নিউজিল্যান্ডে। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এক ঘোষণায় এই তথ্য জানান।
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জেসিন্ডা আর্ডার্ন সাধারণ নির্বাচন প্রায় এক মাস পেছানোর ঘোষণা দিয়েছেন। এর ফলে ১৯শে সেপ্টেম্বরের বদলে ১৭ই অক্টোবর হবে নির্বাচন।
আর্ডার্ন বলছেন, নতুন এই তারিখ এই নতুন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে গুছিয়ে নিতে বাড়তি সুবিধা দেবে।
সম্প্রতি করোনা রোগী পাওয়ায় দেশটির অন্যতম বড় একটি শহরে লকডাউন জারি করা হয়। এছাড়া আরও কিছু কিছু শহরে এখনো রোগী পাওয়া যাচ্ছে।
জানা যায়, অকল্যান্ডে সোমবার নতুন করে ৯ জন রোগী পাওয়া গেছে, একটি ক্লাস্টারে ৫৮ জন রোগী পাওয়া গেছে।