জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাহেদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

উন্নয়ন ডেস্ক –

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বেসরকারি পদ্মা ব্যাংক থেকে নেয়া ঋণের এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়।

আজ সোমবার সকালে, কমিশনের সমন্বিত জেলা কার্যালয় -১ এ মামলা করা হয়। মামলার বাদী কমিশনের উপ-সহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে এ মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন- পদ্মা ব্যাংকের সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি, তার ছেলে রাশেদুল হক চিশতি এবং ইব্রাহিম খলিল। এজাহারে বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে সাহেদ এক কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি। পরে সুদসহ ব্যাংকের পাওনা দাঁড়ায় ২ কোটি ৭১ লখ টাকা।

এর আগে, ২১শে জুলাই এনআরবি ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে সাহেদসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit