পদ্মা সেতুর মধ্য দিয়ে দেশ নতুন যুগে প্রবেশ করেছে: শিক্ষামন্ত্রী

উন্নয়ন ডেস্ক –

স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে। তাই উদ্বোধনের এই দিনে চাঁদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে শহরের হাসান আলী স্কুল মাঠ থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে এটি চাঁদপুর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এই শোভাযাত্রায় জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, পিবিআই পুলিশ সুপার নূর রেজওয়ানা পারভীন, জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, জেলা পরিষদ প্রশাসক ওচমান গনি পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন।

এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দেশ আজ এক নতুন যুগে প্রবেশ করেছে। কারণ, তার হাত ধরেই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এই জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

এদিকে, বৈরি আবহাওয়া উপেক্ষা করে চাঁদপুরে স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হন। সেখানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।