পরাজিত হলেও ফলাফল মেনে নেবো: তাপস

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, যদি বিজয়ী হতে নাও পারি, তাহলেও পরাজয়কে অবশ্যই মেনে নেবো। পরাজয়ের বাস্তবতাকে মেনে নেয়ার মানসিকতা আমার রয়েছে।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তাপস বলেন, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এজন্য যে, তারা একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন কমিশন উপহার দিতে পেরেছে। ফলাফল যেটা হবে সেটা সকলকে মেনে নিতে হবে, আমিও মেনে নেবো। আশা করছি, ঢাকাবাসী নৌকার পক্ষে রায় দিয়েছে।
‘প্রথমে বলি, এটা তো জাতীয় নির্বাচন না। তাই হয়তো আগ্রহ কম। যতটুকু তথ্য পেয়েছি, ওভারঅল ৪০ ভাগ ভোট পড়েছে বলে শুনেছি।’’#