উন্নয়ন ডেস্ক –
‘পর্যটন খাতের উন্নয়ন করব, করছি, ভাবছি এই বলেই ৫০ বছর চলে গেল’ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক। বুধবার (১৫ জুলাই) এক ওয়েবিনারে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ট্যুরিজমের উন্নয়ন শুধু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এর সাথে দেশের ১৭ থেকে ১৮টি মন্ত্রণালয় জড়িত। তবে স্বাধীনতার পর থেকে ট্যুরিজমের উন্নয়নে এই করব, সেই করছি, ভাবছি বলেই ৫০ বছর চলে গেল। আজ পর্যন্ত একটি নীতিমালাই করা হয়নি। তাই অন্যান্য মন্ত্রণালয়গুলো তাদের দায়িত্বের কথা স্বীকারই করতে চায় না।’
সরকারের সিনিয়র এ সচিব বলেন, ‘তবে আশার কথা হচ্ছে এ সংশ্লিষ্ট নীতিমালা ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি, আগামী মাসের মধ্যেই নীতিমালাটি সবার হাতে দিতে পারব। তখন সবার দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে। তখন সব মন্ত্রণালয়কে তাদের দায়িত্বের বিষয়ে জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে।’
মহিবুল হক বলেন, ‘ইতোমধ্যে এ খাতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডেডিগেটেড বাহিনী টুরিস্ট পুলিশ গঠন করেছে। বর্তমানে ১ হাজার ১৩৮ জন টুরিস্ট পুলিশের সদস্য পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। পর্যটন খাতকে এগিয়ে নিতে প্রত্যেকটি মন্ত্রণালয়কে তাদের দায়িত্ব সাঠিকভাবে পালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিদেশি পর্যটদের আকৃষ্ট করার জন্য কাজ অবশ্যই করব। তবে আমাদের দেশের অনেক পর্যটক দেশের বাইরে ঘুরতে যায়। দেশের মধ্যেই যদি আমরা তাদের ভ্রমণের ব্যবস্থা করতে পারতাম তাহলে তারা আগে দেশে ঘুরে পরে বিদেশে যেত। এতে করে দেশের পর্যটন অর্থনীতি আরও বড় হত।’
‘বর্তমানে দেশের অর্থনীতিতে ট্যুরিজম খাতের অবদান মাত্র ২ শতাংশের কিছু বেশি। যদি আমরা একটু ভালোমতো কাজ করতে পারি তাহলে এ খাতের অবদান অনায়াশেই ১৫ থেকে ২০ শতাংশে উন্নীত সম্ভব হবে’, – বলেন তিনি।