উন্নয়ন ডেস্ক –
রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ৪ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আইনশৃঙ্খলা বাহিনীটির দাবি, ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী।
বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, বুধবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় অভিযান চালিয়ে মাদক আরিফ খান ওরফে স্বপনকে (৫৫) গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীটি জানায়, ওই ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ১৫০ পিস ইয়াবা, নগদ ৩৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।