ডেস্ক: ফুটপাতে অবৈধ স্থাপনা ও অননুমোদিত সাইনবোর্ড-বিলবোর্ড উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে একযোগে পাঁচটি স্পটে ঢাকা-উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এই অভিযানে এক হাজার ৯০টি অননুমোদিত ও অবৈধ সাইনবোড উচ্ছেদ ও অপসারণ করা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকাল পৌনে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর উত্তরায় পাঁচটি স্পটে একযোগে এ অভিযান চালানো হয়।
ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ মিয়ার নেতৃত্বে উত্তরা হাউজ বিল্ডিংয়ের মাসকাট প্লাজা থেকে সোনারগাঁও জনপথ সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ওই কর্মকর্তা বলেন, এখানে বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক ভবনে থাকা ৩শটি অবৈধ ছোট-বড় সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। সড়কে অবৈধভাবে থাকা একটি ফার্নিচারের দোকান মালিক মো. সোহাগকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানে অন স্পট তিনটি প্রতিষ্ঠান তাদের সাইনবোর্ডের নির্ধারিত কর ডিএনসিসিকে পরিশোধ করেছে।
তিনি বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম অনুযায়ী ডিএনসিসির কর পরিশোধ করে ব্যবসা করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বার বার বলার পরও তারা মানছেন না। তাই বাধ্য হয়ে ফুটপাতের ওপরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা ও সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।
এদিকে উত্তরা আজমপুর থেকে হাউজ বিল্ডিং এলাকায় উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী। অভিযানে ওই এলাকার ১৩০টি সাইনবোর্ড অপসারণ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
উত্তরা গাউছুল আজম এভিনিউতে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন। অভিযানে ১১০টি অবৈধ সাইনবোর্ড অপসারণ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন। অভিযানে ২৫০টি অবৈধ সাইনবোর্ড অপসারণ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উত্তরা জসিম উদ্দিন মোড় থেকে এলাকায় উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। এ সময় ৩শটি অবৈধ সাইনবোর্ড অপসারণ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।