পোষাক শিল্পের ভবিষ্যত অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের কারণে একের পর এক অর্ডার বাতিল হওয়ায় বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েছে গার্মেন্টস শিল্প। আর এ কারণে বেশ খারাপ প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাক শিল্পে। এমন অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক উৎপাদন ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক।
রোববার (২১ মার্চ) এক ভিডিওবার্তায় তিনি এমন উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, ভয়াবহ অবস্থা চলছে আমাদের। বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সমস্ত ক্রেতারা তাদের সমস্ত ক্রয়াদেশ (অর্ডার) আপাতত বাতিল করছেন। তারা বলেছেন স্থগিত, তবে আমাদের জন্য স্থগিত ও বাতিল একই জিনিস।
তিনি বলেন, বিজিএমই’র কাছে থাকা তথ্য মোতাবেক এখন পর্যন্ত ১ হাজার ৮৯টি কারখানার ৮৭ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৬২২টি অর্ডার বাতিল হয়েছে। এসব অর্ডারের আর্থিক মূল্য ১ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার।
এসব কারখানায় কাজ করা প্রায় ১২ লাখ শ্রমিকের ভবিষ্যত নিয়েও তৈরি হয়েছে দুশ্চিন্তা। #