জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

পোষাক শ্রমিকদের বেতনসহ ছুটির দাবি

অনলাইন ডেস্ক: পোষাক শ্রমিকদের বেতনসহ ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন।
আজ সোমবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপরোক্ত সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সাধারন সম্পাদক তাহমিনা রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথাক্রমে সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক- শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক-মোঃ আলী, শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক-সুমি আক্তার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা গভীর উদ্বেগের সংগে লক্ষ্য করছে যে, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। পর্যাপ্ত করোনা সনাক্তের কিটের অপ্রতুলতা বিদেশ ফেরৎ ব্যক্তিদের সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন রাখতে প্রশাসনিক দূর্বলতা ভয়ালগ্রাসী করোনা ভাইরাস কাকে কখন আক্রান্ত করছে তা নিরুপন করা দুঃসাধ্য হয়ে পড়েছে।
দেশের ছাত্র-ছাত্রীদের করোনা থেকে নিরাপদে রাখতে সরকার যেখানে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে। এমনকি দোকান – মালিক সমিতি ২৫-৩১ মার্চ পর্যন্ত ঔষধ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সকল প্রকার দোকান বন্ধ ঘোষনা করেছে।
সেখানে ৪৫ লক্ষ গার্মেন্টস শ্রমিকদের বিষয়ে সংশ্লিষ্ট সরকারী মন্ত্রনালয়, বিজিএমইএ, বিকেএমইএ, নিরবতা পালন করে চলেছে। পোশাক শ্রমিকরা মারাত্মক ভাবে করোনা ঝুঁকিতে রয়েছে। শ্রমঘন শিল্প হওয়ায় কোনভাবে ১ জন শ্রমিক আক্রান্ত হলে সমগ্র শিল্প কারখানাটি করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রচুর বলে আমরা মনে করছি।
বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ অবিলম্বে পোশাক শ্রমিকদের বেতন সহ ছুটি ঘোষনার দাবী জানাচ্ছে। প্রয়োজনে সরকার মালিকদের বিনাসুদে আর্থিক সহায়তা প্রদানের আমরা জোর দাবী জানাচ্ছি।
শ্রমিক জীবন-জীবিকার তাগিদে কর্মস্থলে অজানা আশংকায় কর্মস্থলে কাজ করছে, কিন্তু তাদের অসহায়ত্ব কে পুজি করে কারখানা চালুরাখা কনোভাবেই সমচীন হবে বলে আমরা মনে করি না।সভা মাননীয় প্রধানমন্ত্রীর জরূরী হস্তক্ষেপ কামনা করছে। #

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit