প্রখ্যাত ছড়াকার আলম তালুকদার করোনায় প্রাণ হারালেন

উন্নয়ন ডেস্ক –

৮ জুলাই, ২০২০

প্রখ্যাত ছড়াকার, শিশুসাহিত্যিক আলম তালুকদার আর নেই। আজ বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এ তথ্য নিশ্চত করেছেন।

আলম তালুকদারের স্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি জানান, আলম তালুকদার অসুস্থ হয়ে গত মঙ্গলবার রাতে সিএমএইচ এ ভর্তি হয়েছিলেন। এর আগে শনিবার তার করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় ফল পজিটিভ আসে। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

আজ বুধবার রাতে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার স্ত্রী।

আলম তালুকদার ছড়াকার হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি কর্মজীবনে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। গণগ্রন্থাগার অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর অবসর জীবনযাপন করছিলেন। আলম তালুকদারের জন্ম ১৯৫৬ সালে টাঙ্গাইলে।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- ঘুম তাড়ানো ছড়া, প্যাচাল না আলাপ, মহাদেশ বাংলাদেশ উপদেশ, অবশিষ্ট মুক্তিযোদ্ধা, কেমন করে স্বাধীন হলাম, এক স্বাধীন তিন রাজাকার, যখন ম্যাজিস্ট্রেট ছিলাম উল্লেখযোগ্য।

আলম তালুকদারের মৃত্যুর সংবাদে কবি, লেখক, ছড়াকারদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে শোক প্রকাশ করে কবি খালেদ খালেদ হোসাইন লিখেছেন, ‌”ভালোবাসার অসামান্য সামর্থ্য নিয়ে জন্মেছিলেন, অশেষ ছিল হাসবার ও হাসাবার ক্ষমতা, বন্ধুত্বের ক্ষেত্রে বয়সের কোনো তোয়াক্কা করতেন না, অজস্র হাতে আপনি লিখে গিয়েছেন প্রতিনিয়ত, ছড়া তো বটেই, অন্যা্ন্য সাহিত্য-আঙ্গিকেও। যোগ্য মানুষের প্রশংসা করতেন অকুণ্ঠ চিত্তে, অযোগ্য উক্তিকে নস্যাত করতে তীব্র ও তাৎক্ষণিকভাবে। আপনি ছিলেন সার্বক্ষণিক মুক্তিযোদ্ধা। ভালোবেসেছিলেন বলে, ভালোবাসা পেয়েওছেন আপনি। এতো ভালোবাসা, জীবনঘনিষ্ঠ আবেগ, এতো কর্ম স্পৃহা–সব ফেলে এমন আকস্মিকভাবে আপনি চলে যাবেন, তা তো কল্পনাও করা যায় ন! একটু আগে বন্ধু মাহবুব বোরহান এই দৃঃসংবাদটাই জানালেন, করুণাহীন করোনা আপনাকেও চিরদিনের মতো কেড়ে নিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজেউন। এ শোক আমাকে বিচলিত ও অসুস্থ করে তুললো। ভালো থাকবেন, আলম ভাই।”