প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

উন্নয়ন ডেস্ক –

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পেতে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি শেখ মো. এনামুল হককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তার এনামুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদণ্ড পাওয়া আসামি।

সে এত দিন পলাতক ছিল। আরো তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রবিবার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।