সংসদ প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক অবকাঠামো স্থাপিত হয়েছে। গণতন্ত্রে একটা কাঠামো থাকে একটা সংস্কৃতি থাকে। এই কাঠামোটা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন এই কয়টি এই সরকার বাস্তবায়িত করেছে। আমাদের প্রয়োজন গণতান্ত্রিক সংস্কৃতিতে উন্নত করা। এটা সময় সাপেক্ষ ব্যাপার।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টি জেপি সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু একথা বলেন।
সাবেক এই মন্ত্রী বলেন, সমস্ত বিশ্ব একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। ইউরোপ, রাশিয়া, এমনকি ইউরোপিয়ান দেশগুলো একটার সঙ্গে আর একটা প্রতিযোগিতা চলছে, অনিশ্চয়তা চলছে। চীনের সঙ্গে রাশিয়ার যে ব্যবসায়ীক টানা-পোড়েন চলছে তার ফলে বিশ্বের অর্থনীতিতে একটা ইনফ্লেশন, রিসেশন চলছে। তবে শেখ হাসিনার সরকার ও অর্থমন্ত্রীর নেতৃত্বে সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। আশঙ্ক হয়েছিল ইনফ্লেশন হবে রিসেশন হবে সরকার দুটোই মোকাবিলা করতে সক্ষম হয়েছে। #