ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ বাবা-মা ও ছেলে বার্ন ইউনিটে

উন্নয়ন ডেস্ক –

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পাইলট স্কুল এলাকায় মঙ্গলবার ভোরে গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশু ও নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, রিকশা চালক আনোয়ার হোসেন (৪০), তার স্ত্রী রুজিনা বেগম (৩৭), বড় ছেলে মোহাম্মদ রুহান (১৫) ও ছোট ছেলে রুমান (১২)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইয়ুব হোসেন জানান, রোজিনার শরীরের ১৪ শতাংশ, আনোয়ারের ১৭ শতাংশ ও রোহানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। রুমানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আলম হোসেন জানান, ভবনের পাশ দিয়ে যাওয়া গ্যাসের লাইন লিকেজ হয়ে নিচতলার একটি ঘরে গ্যাস জমাট বাঁধে। এ সময় দগ্ধদের মধ্যে কেউ বৈদুৎতিক সুইচ অথবা মাচ দিয়ে আগুন জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে ঘরের ভেতরে থাকা একই পরিবারের ওই চারজন দগ্ধ হন।