ফের শেয়ারবাজারে সক্রিয় সরকারবিরোধী চক্র

উন্নয়ন ডেস্ক –

মাত্র সাত কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৩০ হাজার কোটি টাকার ওপর নাই হয়ে গেছে। আর প্রধান মূল্যসূচক কমেছে প্রায় সাড়ে চারশ পয়েন্ট। শেয়ারবাজারে এমন দরপতন হওয়ার পেছনে সরকারবিরোধী চক্রের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ চক্রটি সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে গুজব ছড়িয়ে শেয়ারবাজারে টানা দরপতন ঘটানোর চেষ্টা করছে। এরই মধ্যে ডলারের মূল্যবৃদ্ধি ও সংকটকে হাতিয়ার বানিয়ে বাজারে বিভিন্ন গুজব ছড়িয়েছে চক্রটি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে কথা বলা হচ্ছে, তা পুরোনো ইস্যু। এ কারণে আমাদের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ার কোনো কারণ নেই। তাছাড়া বিশ্বের অন্যান্য দেশের শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে।

অভিযোগ উঠেছে, এ চক্রটিকে পেছন থেকে সহায়তা করছেন ডিএসইর কিছু কর্মকর্তা। তাদের পরিকল্পনার অংশ হিসেবেই পতনের বাজারে কয়েকটি বিষয় তদন্তে নামে ডিএসই, যা শেয়ারবাজারের দরপতনকে ত্বরান্বিত করে। ফলস্বরূপ সম্প্রতি বড় পতন দেখতে হয়েছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের।

সর্বশেষ সাত কার্যদিবসের টানা দরপতনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ৪৪০ পয়েন্ট। ডিএসইর বাজার মূলধন কমেছে ৩০ হাজার ৯১৬ কোটি টাকা। শেয়ারবাজারে এমন দরপতন হওয়ায় দিশেহারা সাধারণ বিনিয়োগকারীরা। প্রতিদিন তারা পুঁজি হারানোর শঙ্কায় ভুগছেন।

এদিকে বাজারকে পতন থেকে বের করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নানা চেষ্টা চালালেও তা সফলতার মুখ দেখছে না। ফলে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থার সংকট বেড়েই চলছে।

এ বিষয়ে বিনিয়োগকারী মশিউর রহমান বলেন, বাজার ভালো করতে আইসিবির বিনিয়োগ বাড়ানোসহ বিএসইসি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কিন্তু তাতে তো কোনো সুফল পাওয়া যাচ্ছে না। কোনো কিছুতেই কোনো কূল করতে পারছি না। এর আগে বাজার খারাপ হয়েছে, কিন্তু এমন পরিস্থিতিতে আমি কখনো পড়িনি। এখন যেখানেই বিনিয়োগ করছি, সেখানেই লোকসান। এমন পরিস্থিতি চলতে থাকলে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাবে।

শেয়ারবাজারে যে দরপতন চলছে তার যুক্তিসঙ্গত কোনো কারণ আমরা দেখি না। বিশ্বের অন্যান্য দেশের শেয়ারবাজারও ঘুরে দাঁড়িয়েছে। আমাদের এখানে সামাজিক যোগাযোগ বা বিভিন্ন কারণে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করছে। তবে আশা করি এটা দ্রুত কেটে যাবে এবং নতুন সপ্তাহ থেকে আমরা ভালো বাজার পাবো।

অবশ্য বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক পতনের বাজারে গড়পড়তা সব ধরনের কোম্পানির শেয়ার দাম কমেছে। ভালো কোম্পানিও এই পতন থেকে রক্ষা পায়নি। শেয়ারবাজারে যে দরপতন হচ্ছে তার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। যেহেতু ভালো ভালো কোম্পানির শেয়ার দাম কমে গেছে, তাই বিনিয়োগকারীদের উচিত ভালো শেয়ার বাছাই করে ক্রয় করা।

এদিকে শেয়ারবাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেয়ারবাজার থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিভিন্ন সময় প্রচেষ্টা চালিয়েছে সরকারবিরোধী চক্র। তাদের বিভিন্নভাবে সহায়তা করেছে বিএনপি-জামায়াতপন্থিদের মালিকানাধীন কিছু ব্রোকারেজ হাউজ এবং একই মতাদর্শের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন মার্চেন্ট ব্যাংক।

জানা গেছে, ১৯৯৬ সালের আগে থেকেই শেয়ারবাজারের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের পাঁয়তারা চালানো হচ্ছে। ২০১০ সালে এসে শেয়ারবাজার রাজনীতিকরণের চিত্র অনেকটাই প্রকাশ্য রূপ নেয়। ওই সময় সরকারকে বিপাকে ফেলতে আওয়ামী লীগবিরোধী একটি চক্র মোটা অঙ্কের অর্ বিনিয়োগ করে। তাদের তৎপরতায় শেয়ারবাজার অস্বাভাবিক ফুলে-ফেঁপে ওঠে। পরিকল্পনার অংশ হিসেবে ২০১০ সালের মহাধসের সময় বিনিয়োগ করা অর্থ তুলে নিয়ে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে একযোগে শেয়ার বিক্রি শুরু করে চক্রটি।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখেও এই চক্রটি শেয়ারবাজারে সক্রিয় হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার উপক্রম হলে ২০১৮ সালের জানুয়ারিতে চক্রটি শেয়ারবাজারে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা করে। অস্বাভাবিক বিক্রির চাপ বাড়িয়ে শেয়ারবাজারে বড় দরপতনের ঘটনা ঘটানো হয়।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেলে চক্রটি সাময়িক সময়ের জন্য নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবে ২০২০ সালের জুনে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা দিলে বাজারে আবারও সক্রিয় হয় চক্রটি। তাদের সঙ্গে আওয়ামী লীগপন্থি ব্যবসায়ীরাও শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ান। ফলে শেয়ারবাজারে বড় উত্থান হয়। চক্রটির টার্গেট ছিল আগামী বছরের মাঝামাঝি সময়ে একযোগে শেয়ার বিক্রির চাপ বাড়িয়ে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা।

তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বাধার পরিপ্রেক্ষিত্রে বৈশিক অর্থনৈতিক অস্থিরতা দেখা দিলে দেশের শেয়ারবাজারে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত হয় সরকারবিরোধী চক্রটি। সম্প্রতি ডলারের মূল্যবৃদ্ধি ও সংকট দেখা দিলে তারা শেয়ার বিক্রির চাপ বাড়িয়ে দেয়। সেই সঙ্গে বাজারে ছড়ানো হয় বিভিন্ন ভীতিকর তথ্য। এমনকি কোনো কোনো ব্রোকারেজ হাউজ থেকে বিনিয়োগকারীদের নতুন বিনিয়োগে নিরুৎসাহিতও করা হয়। এতে আতঙ্ক ছড়িয়ে টানা দরপতনের মধ্যে পড়েছে শেয়ারবাজার।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্রোকারেজ হাউজের শীর্ষ কর্মকর্তা বলেন, শেয়ারবাজারে এখন যে দরপতন হচ্ছে তা অস্বাভাবিক। পরিকল্পিতভাবে কোনো বিশেষ চক্র এই দরপতন ঘটাচ্ছে। ডিএসইর যেসব সদস্য রয়েছেন তার একটি বড় অংশই সরকারবিরোধী মতাদর্শের। সরকারবিরোধী মতাদর্শের এসব ব্রোকারেজ হাউজ থেকে একদিকে শেয়ার বিক্রির চাপ বাড়ানো হচ্ছে, অন্যদিকে নতুন বিনিয়োগ করা হচ্ছে না। বিএসইসির উচিত কোন হাউজ থেকে অস্বাভাবিক বিক্রির চাপ বাড়ানো হচ্ছে এবং কারা নিষ্ক্রিয় তাদের খুঁজে বের করা।

তারা আরও বলেন, বাজার যখন ভালো ছিল তখন ডিএসই’র প্রশাসন অনেকটাই নিষ্ক্রিয় ছিল। কিন্তু সম্প্রতি বাজারে নেতিবাচক প্রবণতা দেখা দিলে হঠাৎ করেই সেনসেটিভ কিছু বিষয় নিয়ে তদন্ত শুরু করে ডিএসই, যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছাড়ায়। ফলে শেয়ারবাজারের দরপতন আরও ত্বরান্বিত হয়। সরকারবিরোধী যে চক্র শেয়ারবাজারে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে, তাদের সঙ্গে ডিএসইর কর্মকর্তাদের কারও কারও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মূলত তাদের দিয়েই বিভিন্ন তদন্তের নামে বাজারে আতঙ্ক ছড়ানো হচ্ছে।