বিদেশ ডেস্ক:
বিশ্ব করোনা পরিস্থিতিতে ফ্রান্সের সব রেস্তোঁরা, ক্যাফে ও ক্লাব বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ। সারা বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ইউরোপে ভয়াবহ আকার ধারণ করেছে।
শনিবার (১৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্রান্সের সব রেস্তোরাঁ, ক্যাফে, সিনেমা হল ও ক্লাব শনিবার রাত থেকে বন্ধ রাখা হবে। সেই সঙ্গে যেখানে জনগণের যাওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ অপ্রয়োজনীয় স্থানগুলো বন্ধ রাখতে হবে বলে জানেয়েছে সরকার।
সে দেশের কর্তৃপক্ষ বলছে, বাজার-খাবারের দোকান, ফার্মেসি, গ্যাস স্টেশন, ব্যাংক, সংবাদপত্র ও সিগারেটের দোকান খোলা থাকবে। ধর্মীয় উপাসনালয়গুলোও চালু থাকবে। কিন্তু ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ স্থগিত রাখতে হবে।
উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমিত রোগে ফ্রান্সে এখন পর্যন্ত ৪ হাজার ৪৬৯ জন আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ৯১ জনের। #