উন্নয়ন ডেস্ক –
পুরান ঢাকার বংশালে একটি বাড়িতে গ্যাসলাইনে বিস্ফোরণের পর দেয়াল ধসে চাপা পড়ে ময়নুল নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া বিস্ফোরণে শিশুটির বাবা-মাসহ পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে বংশালের একটি দোতলা বাড়ির নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খনম।
শিশু ময়নুল ওই বাড়ির বাসিন্দা জাবেদের ছেলে। বিস্ফোরণে জাবেদ (৩৫), তার স্ত্রী শিউলি (২৫) ও শিশুকন্যা জান্নাত (৪) দগ্ধ হয়েছে।