বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

উন্নয়ন ডেস্ক –

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে প্রবাসী বাংলাদেশিদের মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্হানীয় সময় রোববার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের লিটল বাংলাদেশ এলাকায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি নজরুল আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ, মুক্তিযাদ্ধা নুরু মোল্লা, কমিউনিটি নেতা মোমিনুল হক বাচ্চু, সোহেল রহমান বাদল, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন মফু, তৌফিক ছোলেমান খান তুহিন, জহির উদ্দিন পান্না, মেজবা খান ফারুক, জামাল হোসেইন, জামিউল বেলাল, আলমগীর হোসেন, তপন মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহালম খান চৌধুরী রানা বড়ুয়া প্রমুখ।

বক্তারা রাশেদ চৌধুরীকে দ্রুত ফিরিয়ে নিতে দু’দেশের মধ্যকার কূটনৈতিক তৎপরতা জোরদার করার জন্য আহ্বান জানান।