বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: 
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষের সূচনার প্রথমদিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
আজ ১৭ মার্চ সকাল ৮:৩০ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু করে।
পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের নেতৃত্বে পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড কামরূল আহসান, কমরেড আমিনুল ইসলাম গোলাপ ও কমরেড এনামুল হক এমরান বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। #