বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৭ই জুন ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত  

উন্নয়ন ডেস্ক –

৬ দফা বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিল: উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় (৭ জুন ২০২২ খ্রিষ্টাব্দ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়াও  বিএসএমএমইউ শাখার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময়  বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান,রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখসহ সম্মানিত ডিনবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানগণ, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স, টেকনোলজিস্ট, ল্যাব টেকিনিশয়ান, কর্মচারীবৃন্দ  উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, যখন একটি দেশে বলা হয় এক পাশের মুদ্রা অন্য পাশের মুদ্রা এক হবে না। তখনই স্বাধীনতা ঘোষণা হয়ে যায়। সেই সময় ১৯৬৬ সালের ৭ জুন ৬ দফা দেয়া হয়েছিল। একটি প্রদেশের স্বায়ত্ত্বশাসন, একটি দেশের মুদ্রা অন্য দেশে চলবে না, এই দেশের ইনকাম (আয়) এই দেশেই থাকবে। এই যে দফাগুলো দিয়ে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন  আহমেদ বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা কিভাবে গড়ে তুলতে হয়, কিভাবে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন করতে হয়,  জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেভাবে নিরলস পরিশ্রম করে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেল, পায়রা বন্দরসহ উন্নয়নের রোল মডেলে দেশ এগিয়ে যাচ্ছে। সারাবিশ্ব জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে প্রশংসা করেছে। পদ্মা সেতু আমাদের অহংকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা, স্বপ্ন বাস্তবায়নের সক্ষমতায় দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রেও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা পালন করব। যার যার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব।