সাংবাদিকদের ডাটাবেইজ তালিকা করতে প্রেস কাউন্সিলে মতবিনিময় সভা

  • উন্নয়ন ডেস্ক –

বর্তমানে দেশে বিকাশিত সংবাদপএ সমূহে কর্মরত সাংবাদিকদের সার্বিক সংখ্যা নিরূপণ, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা ও তাদের অধিকার সংরক্ষণের জন্য ” বাংলাদেশ প্রেস কাউন্সিল” কর্মরত সাংবাদিকদের “ডাটাবেইস তালিকা” তৈরির উদ্যোগ গ্রহণ করে। সেই লক্ষ্যে আজ সকাল ১১.০০ ঘটিকায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিমের সভাপতিত্বে এক মতামত গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, ইকবাল সোবহান চৌধুরী সদস্য, প্রেস কাউন্সিল , মোজাফফর হোসেন পল্টু সদস্য প্রােস কাউন্সিল , সাইফুল ইসলাম, সদস্য প্রেস কাউন্সিল , শ্যামল দও সদস্য, প্রেস কাউন্সিল, মন্জুরুল আহসান বুলবুল সদস্য, প্রেস কাউন্সিল, কিবরিয়া চৌধুরী সদস্য, প্রেস কাউন্সিল , শেখ মঞ্জুর বারী মঞ্জু, যুগ্ম সাঃ সম্পাদক বিএসপি, ওমর ফারুক, সভাপতি, বিএফইউজে, দীপ আজাদ, মহাসচিব , বিএফইউজে, সোহেল হায়দার চৌধুরী, সভাপতি, ডিইউজে ,স ম গোলাম কিবরিয়া ডিজি, ডিএফপি সহ সংশ্লিষ্ট প্রতিনিধি ।

উক্ত সভায় আলোচোকগণ বাংলাদেশ প্রেস কাউন্সিলের এই উদ্যোগকে স্বাগত জানান। সারাদেশে সাংবাদিকদের তালিকায় প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকে যুক্ত করা, সঠিক তালিকা তৈরিতে সরকার, সাংবাদিক নেতৃবৃন্দ, সম্পাদক ও প্রকাশক সহ সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কথা তুলে ধরেন। বিশেষ করে সাংবাদিকদের তালিকা প্রণয়নে সম্পাদক ও প্রকাশকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করে।