বিএএমএর সভা অনুষ্ঠিত

উন্নয়ন ডেস্ক –

বাংলাদেশ এগ্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচার্রাস এসোসিয়েশন (বিএএমএ)-এর সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীতে এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভার কার্যবিবরণী পাঠ অনুমোদন এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা ঠিক করা হয়।

এতে সংগঠনের সারাদেশ থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সার্কভুক্ত দেশসমূহের এগ্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচারার্সদের অংশগ্রহণে আর্ন্তজাতিক সেমিনার আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহীত হয়।

দেশীয় শিল্প প্রতিষ্ঠান বিকাশে প্রধানমন্ত্রীর ভিশনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এর বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে বিএএমএ।

সম্প্রতি দেশীয় বালাইনাশক উৎপাদন শিল্প বিকাশে এ প্রথম এনবিআর এই শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ও এর সহায়ক উপাদান আমদানিতে শতভাগ শুল্ক রেয়াত সুবিধা দিয়ে এসআরও জারি করেছে যা এ শিল্পের জন্য মাইলফলক।

সভা থেকে এনবিআর, অর্থমন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়সহ সরকারপ্রধানকে ধন্যবাদ জানানো হয়।