বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন আব্দুস সালাম

উন্নয়ন ডেস্ক –

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শনিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফজলুল হক মিলনের স্থলে তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়।

সম্প্রতি কাউন্সিলে গাজীপুর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন মিলন। এ কারণে দলের গঠনতন্ত্রের বাধ্যবাধকতা অনুযায়ী কেন্দ্রীয় পদ ছাড়তে হয় তাকে। তার স্থলে দায়িত্ব পেলেন আবদুস সালাম আজাদ।

এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন দায়িত্ব দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আব্দুস সালাম আজাদ বলেন, আমার ওপর যে কোনো দায়িত্ব অতীতের ন্যায় সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আগামী দিনের আন্দোলন সফল করতে দলের যে কোনো নির্দেশ পালন করতে প্রস্তুত রয়েছি। জীবন দিয়ে হলেও রাজপথে থেকে আন্দোলন সফল করবো।