বিএনপির শক্তি জনগণ আর আ’ লীগের প্রশাসন: তাবিথ

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়া বিএনপির মেয়র প্রার্থী তা‌বিথ আওয়াল বলেছেন, আমা‌দের শক্তি হ‌লো বাংলাদেশের জনগণ ও তা‌দের জনপ্রিয়তা। অন্যদিকে তাদের (আওয়ামী লীগ) শক্তি হ‌লো প্রশাসন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তিতে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশ করছে বিএনপি।
তাবিথ বলেন, সারাদেশ আমা‌দের দিকে তাকিয়ে আছে। সমস্ত দেশবাসী আমাদের দেশনেত্রীর মুক্তি চান। এখন শুধু সময়ের অপেক্ষা। ‌মুক্তিকামী জনগণ প্রস্তুত রয়েছে, তাদের নেত্রীকে বের করে আনতে। এখন আমরা তা‌দের সঙ্গে নিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ছিনিয়ে আন‌বো। তিনি অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবেন, যা কীনা সময়ের ব্যাপারমাত্র।
এ সময় সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।
এছাড়া আরো ছিলেন- ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়া বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন প্রমুখ। #