বিএসপি’র সদস্য ও দৈনিক ঢাকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম ইউনিটের মৃত্যুতে স্বরণ সভা অনুষ্ঠিত

উন্নয়ন ডেস্ক –

বাংলাদেশ সংবাদপত্র (বি এস পি) আয়োজনে প্রবীণ সাংবাদিক, দৈনিক ঢাকা’র সম্পাদক ও প্রকাশক, বিএসপি’র সদস্য শফিকুল ইসলাম ইউনুস এর মৃত্যুতে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয় সোমবার (২০শে জুন) সকাল ১১.০০মিঃ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনাতায়ন হল রুমে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাংলাদেশ প্রেস কাউন্সিল সদস্য মোজাফফর হোসেন পল্টু এর সভাপতিত্বে এবং শেখ মুঞ্জু বারী মঞ্জুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি নিজামুল হক- চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল সোবহান চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও সদস্য বাংলাদেশ প্রেস কাউন্সিল, কবি মুহাম্মদ নূরুল হুদা- মহাপরিচালক বাংলা একাডেমী ও সদস্য বাংলাদেশ প্রেস কাউন্সিল জাফর ওয়াজেদ- মহাপরিচালক পিআইবি।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএসপি’র সদস্য বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন এনজিওর সদস্যগণ।

উল্লেখ্য পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি আরম্ভ করা হয়। কোরআন তেলাওয়াত করেন ডেইলি ইভিনিং নিউজ পত্রিকা সম্পাদক ও প্রকাশক এবং বিএসবি সদস্য, এবিএম সেলিম আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিএসপি’র সাধারণ সম্পাদক এম এ জি কিবরিয়া চৌধুরী।