নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’ রাজধানীর সরকারি বাঙলা কলেজে দ্বিতীয়বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে।
সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে চলা এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাঁধন সরকারি বাঙলা কলেজ ইউনিটের পৃষ্ঠপোষক ও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান পপি।
অনেকে রক্তের গ্রুপ না জানার কারণে রক্তদান করতে আগ্রহী হন না। তাই স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করার জন্য সবাইকে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার আহবান করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের এই সংগঠনটি।
মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন জাহিদ, জাবের, সাগর এবং ইমরান। অতিথি অভ্যর্থনায় ছিলেন আতিক, জাফর, মুন্না এবং সিয়াম।
টোকেন লিখনের দায়িত্বে ছিলেন সাব্বির এবং ইভান। সেচ্ছাসেবায় ছিলেন বিএনসিসি, রোভার স্কাউট, কর্মীরা। ওজন মাপার দায়িত্বে ছিলেন সুবর্না জান্নাত এবং উর্মী।
রক্তের গ্রুপ নির্ণয় করেন সিয়াম, সায়ন এবং আতিক। টোকেন হস্তান্তর করেন জাহাঙ্গীর এবং সিফাতুল্লাহ। তথ্য সংগ্রহ করেন ইমন এবং রাকিব।
রক্তদানে উৎসাহ প্রদান করেন শাকিল, বাবু এবং আরিফ। সদস্য সংগ্রহের দায়িত্বে ছিলেন সফরুল, আকাশ এবং সাজ্জাদ। আপ্যায়ন কমিটিতে ছিলেন সূজন, ফাহিম এবং জাহিদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল ইসলামসহ ১১ সদস্যের উপদেষ্টা পর্ষদের শিক্ষকবৃন্দ।
বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ইরাম বলেন, ‘রক্তের গ্রুপ না জানা থাকার কারণে এত দিন রক্ত দান করতে পারিনি। আজকে রক্তের গ্রুপ জেনে নিলাম, এখন থেকে নিয়মিত রক্তদান করব।’
উল্লেখ্য, এর আগে গত ২১ জুলাই ঢাকা সিটি জোনের সহায়তায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের প্রথম কর্মসূচি অত্যন্ত সফলভাবে শেষ করে সংগঠনটি। ওইদিন প্রায় চার শতাধিক শিক্ষার্থীকে তাদের রক্তের গ্রুপ জানানো হয়।