উন্নয়ন ডেস্ক –
‘এটা আমার প্রথম সিনেমা হিসেবে আবেগ-ভালোবাসা একটু বেশি কাজ করছে। একদম প্রথম সন্তানের মতো। সেটা যদি সরকারি অনুদানে হয় তাহলে সেই উচ্ছ্বাসের পরিমাণ আরও বেড়ে যায়। মনে হয়, আমাকে মূল্যায়ন করা হয়েছে।’—২০২১-২২ অর্থবছরে নিজের প্রথম সিনেমার অনুদান পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে কথাগুলো বলেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।
‘বিচারালয়’ শিরোনামের এই সিনেমাটির জন্য এবার ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন তিনি। তবে সিনেমাটির নাম পরিবর্তনও হতে পারে বলে জানান জীবন। তিনি বলেন, ‘আমাদের ১৯ তারিখ মিটিংয়ের জন্য ডাকা হয়েছে। হয়তো সিনেমাটির নাম পরিবর্তন করতে হতে পারে। তবে আমার নাম নিয়ে মাথাব্যথা নেই। আমি কাজটি ভালোভাবে শেষ করতে চাই। দোয়া করবেন, সবার প্রত্যাশা যেন পূরণ করতে পারি।’
সিনেমাটি নিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের দেশে নানা প্রতিকূলতা নিয়ে সিনেমা নির্মাণ করতে হয়। আমাদের সিনেমা হল সংকট, তেমন সেলিব্রেটি নেই। কিন্তু আমাদের নিজেদের অনেক ভালো ভালো কন্টেন্ট আছে। আমি আমার সিনেমাটিতে সেই কন্টেন্টের দিকেই জোর দিয়েছি। আমার বিশ্বাস ছিল, কন্টেন্ট ভালো হলে ইতিবাচক কিছু হবে। বিশ্বাস ছিল, অনুদান কমিটিতে যারা আছেন তারা যদি আমার চিত্রনাট্যটা ঠিকভাবে পড়েন, তবে অবশ্যই গল্পটা নিয়ে তাদের মধ্যে ভালোলাগা জন্মাবে। আমার সেই বিশ্বাস সত্যি হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা।’
সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে তিনি আরও বলেন, ‘ক্ষমা মহত্বের লক্ষণ। এটাই সিনেমার বিষয়বস্ত্ত। কোনো নাচ-গানে ভরপুর বাণিজ্যিক সিনেমা না। আমাদের ও আপজনদের জীবন-আত্মার গল্প নিয়েই নির্মিত হবে বিচারালয়।’ সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু করতে চান এই নির্মাতা। কারণ সিনেমাটির গল্পের কারণে শুকনো আবহাওয়া প্রয়োজন বলে জানান তিনি। জীবন বলেন, ‘আমি একটু শীতের মাঝে শুটিং শুরু করতে চাই। কারণ সিনেমাটিতে দুজন মাকে রয়েছেন। তাদের চাদর মুড়ি দিয়ে দেখতে চাই। আসলে আমি গল্পটি দর্শকদের চোখে বাস্তব করে তুলতে চাই।