বীজ সংকটেও রংপুরে বেড়েছে সূর্যমুখীর চাষ

রংপুর প্রতিনিধি:
রংপুর অঞ্চলে সূর্যমুখী ফুল চাষে কৃষকদের আগ্রহ বাড়লেও বীজ সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। এবছরও পর্যাপ্ত না থাকায় অর্জিত হয়নি উৎপাদন লক্ষ্যমাত্রা। তবে গত বছরের তুলনায় এবার উৎপাদন বেড়েছে ৭২ হেক্টর জমিতে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র বলছে, রংপুর অঞ্চলে সূর্যমুখী ফুলের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গত মৌসুমে বাণিজ্যিকভাবে তিন হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। এবার তা বেড়ে ৭৫ হেক্টর ছাড়িয়েছে।

সরেজমিনে দেখা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় রংপুরের বিভিন্ন এলাকাতে সূর্যমুখী ফুল চাষ করছেন কৃষকরা। বিশেষ করে পতিত জমিতে এই ফুলের চাষাবাদ বেড়েছে। ভালো ফলন ও বেশি লাভের আশায় নিয়মিত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

রংপুরের গঙ্গচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের রাজবল্লভ গ্রামের কৃষক আলমোতাসিম বিল্লাহ। এবারই প্রথম ৩০ শতক জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। তার চাষ করা জমিতে ফুটেছে হাজারো সূর্যমুখী ফুল। #