বুড়িগঙ্গায় ২২৫টি অবৈধ স্থাপনা অপসারণ

নিজস্ব প্রতিবেদক:
নদীর তীর দখলমুক্ত করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ ঢাকা নদী বন্দরের আওতাধীন আশুলিয়া প্রত্যাশা ব্রিজ থেকে ধউর ব্রিজ পর্যন্ত পাঁচটি পাকা স্থাপনা ও ২২০টি টিনের ঘর অপসারণ করেছে।
ফলে সাড়ে তিন একর তীরভূমি উদ্ধার হয়েছে। বিআইডব্লিউটিএ অপসারণ কার্যক্রমে ভ্রাম্যমান আদালত ৪৮ লাখ ৭০ হাজার টাকার পণ্য নিলাম, ৭৫ হাজার টাকা জরিমানা এবং পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।উল্লেখ্য, বিআইডব্লিউটিএ নদীর তীর দখলমুক্ত করতে ঢাকা নদী বন্দরের আওতাধীন বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর উভয় তীর মিলে মোট ১৫৭ কিলোমিটার তীরভূমিতে গত বছরের ২৯ জানুয়ারি হতে ২৪ জুলাই পর্যন্ত ৪টি পর্বে মোট ৫০ কার্যদিবসে ৪৭৭২টি অবৈধ স্থাপনা অপসারণ করেছে।
এগুলোর মধ্যে পাকা স্থাপনা ৭২৫টি, আধা পাকা ৯৮৬টি, বাউন্ডারি ওয়াল ৩২১টি এবং অন্যান্য ২৭৪০টি। একই অভিযানে ১২১ একর জায়গা অবমুক্ত, ১০ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা, ১০ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৪ শত টাকার পণ্য (ভ্যাট ও আয়কর-সহ) নিলাম করেছে। #