জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক:
আইন বিভাগে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা না মানার অভিযোগে ইবাইস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বার কাউন্সিলে পরীক্ষা দিতে পারবে না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
আজ রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ আজ এ রায় দেন।
এসময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলো আর বিশ্ববিদ্যালয় নেই, এরা রমরমা ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে।
এর আগে আইন বিভাগে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা না মানায় তিনটি বিশ্ববিদ্যালয়কে পৃথকভাবে ১০ লাখ টাকা করে জরিমানা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ফলে, ইস্টার্ন, সাউথ ইস্ট ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোটার অতিরিক্ত ভর্তি করা শিক্ষার্থীরা আইনজীবী সনদ গ্রহণের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
তবে এজন্য তাদের পৃথক পৃথকভাবে ১০ লাখ টাকা করে জরিমানা দিতে হবে। বারডেম, কিডনি হাসপাতাল ও লিভার ফাউন্ডেশনে এ টাকা জমা দিতে হবে। #

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit