ব্রুনাইয়ে তিনজনের ইসলামগ্রহণ

উন্নয়ন ডেস্ক –

ব্রুনাইয়ের বেলায়াত জেলা শাখার ইসলামিক দাওয়াহ সেন্টারে মাতা ও সন্তানসহ তিন জন ইসলাম গ্রহণ করেছেন। তাঁদের একজন আলিফি বিন রোজমেন ইসলামগ্রহণ করে মুহাম্মাদ আজকা নাম ধারণ করেন।

দাওয়া সেন্টারের প্রশিক্ষক মুহাম্মাদ রুশদি বিন আবদুল্লাহর সঞ্চালনায় এটি অনুষ্ঠিত হয়। এতে বেলায়াত জেলার দাকওয়াহ ইউনিটের সহকারি প্রধান কর্মকর্তা অধ্যাপক হাজাহ সালিমা বিনতে হাজি হাসান উপস্থিত থাকেন। তাঁর পক্ষ থেকে বিশেষ উপহারও পাঠানো হয়।

একই অনুষ্ঠানে সাইদাহ আনাক টিনটিন নামের একজন মাতা নিজ সন্তানসহ ইসলাম গ্রহণ করেন। তাঁরা মুহাম্মাদ নুর আইসামুদ্দিন ও অধ্যাপক হাজাহ সালিমার হাতে ইসলাম গ্রহণ করেন।

ইসলামগ্রহণ অনুষ্ঠানে প্রথমে নওমুসলিমদের জন্য দোয়া পড়া হয়। দোয়া পাঠ করেন অধ্যাপক আবদুল খালিক বিন কামরি। অতঃপর বেলায়াত জেলার দাকওয়াহ ইউনিটের প্রধান অধ্যাপক জিকরিনাইদাহ বিনতে হাজি মাতজিকিরির পক্ষ থেকে নওমুসলিমদের জন্য বিশেষ উপহার প্রদান করা হয়।

ব্রুনাইয়ে প্রতি বছর শতাধিক লোক ইসলাম গ্রহণ করেন। চলতি বছল ইসলামি দাওয়াহ সেন্টার বেলায়াত শাখায় ৩৬ জন ইসলামগ্রহণ করেছেন। তাছাড়া গত এখানে ৬৪ জন ইসলামগ্রহণ করেছেন।

সূত্র : বোর্নিও বুলেটিন