ভাইয়াদলিদের বিরুদ্ধে জয় পেল বার্সেলোনা

উন্নয়ন ডেস্ক –

লা লিগায় রিয়াল ভাইয়াদলিদের মাঠে আর্তুরো ভিদালের একমাত্র গোলে জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার রাতের ম্যাচে ভাইয়াদলিদের বিপক্ষে এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আবারও ১ পয়েন্টে নামিয়ে এনেছে বার্সেলোনা।

ভাইয়াদলিদের মাঠে খেলতে নেমে পাঁচ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। তবে ভালো সুযোগ পেয়েও দুর্বল শটে নষ্ট করেন রিকি পুস। পরে ১৫তম মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন ভিদাল। তিন জনের মধ্যে থেকে মেসির বাড়ানো বল ডি-বক্সে পেয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শটে গোলটি করেন চিলির মিডফিল্ডার। বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। ৩৭তম মিনিটে বার্সেলোনার শিবিরে ভীতি ছড়ান রিয়াল ভাইয়াদলিদের কিকে পেরেস। ডি-বক্সে ঢুকে শট নেওয়ার আগে তাল হারিয়ে ফেলেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধ খেলতে নেমে শুরুতে যেন কিছুটা খেই হারিয়ে ফেলে বার্সেলোনা। শেষ দিকে বার্সেলোনার রক্ষণে প্রচণ্ড চাপ বাড়ায় ভাইয়াদলিদ। কিন্তু কোনো গোল পায়নি দলটি। তাই এক শূন্য গোলে জয় নিয়ে মাঠে ছাড়েন মেসিরা।